বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পাটগ্রামে পাট চাষীদের প্রশিক্ষণ  

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

পাটগ্রামে পাট চাষীদের প্রশিক্ষণ  

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) উপজেলা চত্বরে শহীদ আফজাল মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

আদর্শ পাট চাষীদের এ প্রশিক্ষণে উপজেলার ৮ ইউনিয়ন ও ১ পৌরসভার বিভিন্ন এলাকার ৭৫ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাটগ্রাম ইউএনও নুরুল ইসলাম। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফফার, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা জামিয়ার রহমান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডিএই, শাহ আলম, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী প্রমুখ।

টিএইচ